ভালবাসা ডট Com
✍️লীনা দাস (কাব্য চারুলতা)
স্বপ্ননীল;
স্বপ্ন আর কল্পনা রাখতে পারিনা গো একদম ঠেকিয়ে।
মনের কল্পনা আর বেদনার রাশি নিয়েই বেঁচে আছি আজও!
মনে পড়ে,খুব মনে পরে উচ্ছ্বসিত একটা লহরী এসে ভেঙ্গে পড়ল,
আমরা বন্ধু হয়ে গেলাম।
মনে পড়ে তোমার স্বপ্ননীল?
বন্ধুত্বের মধুর উত্তাপে সেদিন সারা আকাশ যেন ফুলে ভরে উঠল।
আকাশ যেন টুকরো টুকরো হয়ে ছড়িয়ে পড়ছে, নরম পাপড়িতে আমি তুমি ঢেকে যাচ্ছি,ঢেকে যাচ্ছি,ক্রমশ ঢেকে যাচ্ছি!
বাঁধ ভাঙা আনন্দে আমাদের কত দিন-পল-বছর কেটে গেলো বুঝতেও পারলাম না।
শূণ্যের ভিতর কোনো আকাশ,
আমার চোখে ফুটেছিল সেদিন ঠিক ফুলের মতো।
চরম আত্মসর্মপনে লুটিয়ে পড়া সেদিন যেন ।
নিজেকে নিংড়ে নিংড়ে আত্মার সূক্ষ্ম সৌরভ দু'জনেই সর্মপন করেছিলাম।
কত কিছু অঙ্গীকার করেছিলাম দু'জনে!
হায় রে অঙ্গীকার!
সেদিন কথা ছিল তোমার আঁকাবাঁকা জলের সূক্ষ্মগতির মত।
সাত সমুদ্র তেরোনদীর ওপার থেকে ভেসে আসা সুবাসের মতো।
আমার মনকে জড়িয়ে ধরেছিল সেই স্রোতের সূক্ষ্মগতির মতো কথা।
তোমার সুন্দর হাসি বাতাসকে খন্ড-বিখন্ড করে দিত,
গ্ৰীষ্মের অকস্মাৎ আসা হাওয়ার মতো।
কি ভীষণ আবেগময় ছিলে তুমি,আজও আছো হয়ত বেশীই আছো অন্য কোনোখানে!
কি করে পারছ স্বপ্ননীল!
সেই তুমি আর আজকের তুমি!
আজ তো তুমি আমার কাছে,বহু শতাব্দীর কুয়াশার
ভিতর অস্পষ্ট!
চিনতে পারিনা!
স্বপ্ননীল;
সেই তুমুল টান যা একটা মানুষকে আরও একটা মানুষের কাছে এনে দেয় সেটাই কি ভালবাসা? তাই যদি হয় তোমার ও তো তেমন হতো আমার জন্য।তুমিই তো বলেছিলে।
কাউকে ভালবাসলে মানুষ নিজেও জানে না কেন ঘনঘন তাকেই মনে পড়ে সবসময়।
আমার তো সবসময় সব পরিস্থিতি তে তুমি সাথে সাথে কি ভীষণ রকম! মন মাঝেমাঝে ভাবে, ভালবাসা কি কৃতজ্ঞতাবোধ থেকে জন্মায়! তা না বোধহয়।তাই যদি হোতো তুমি এতো অকৃতজ্ঞ হতে পারতে?
পারতে মাধবী কে ভুলে তার কাছে যেতে?
মনস্তত্ত্বের ধারণা তোমার ছিটেফোঁটাও নেই।সাথে ব্যক্তিত্ব বেশ কম।যখন যাকে ভাল লাগে তোমার তখন তার মুখের ঝাল তুমি খাও!বোঝই না নিজে ঝাল না খেলে উপলব্ধি করা যায়না।কোনো সচেতনশীল মানুষ হলে তাইই বলবে।তোমাদের বেলেল্লাপনা,বেলেল্লাপনায় বলব বড্ড চোখে লাগে।অনেক মানুষ তাই বলছে।
আগেও বলেছি,আজও বলছি, মানুষ ধানের চালের ভাত খায়,ঘাসে মুখ দিয়ে চলেনা।
শুধু ভুল পথে হাঁটো তুমি!
সাধে কি বলতাম তোমাকে "মাথামোটা।"
স্বপ্ননীল;
ভালোবাসা ঘুমাতে দেয় না রাতে। দেয় অনিদ্রা। ভালবাসা হল সেই সর্বগ্রাসী বোধ যা পড়তে দেয় না। বই খুলে বসে থেকেও মন চলে যায় দূরে, প্রিয় মানুষটির কাছেই। তোমার দেওয়া এতো কষ্ট, এতো জ্বালা, এতো উৎকণ্ঠা,এতো অপমান, এতো অবজ্ঞা এতো অবহেলা সহ্য করেও হাঁটছি প্রতিনিয়ত!
ভালবাসা মানুষের মনের মাঝেই রয়ে যায় স্বপ্ননীল!ভালবাসার মৃত্যু নেই, অস্তিত্ব হয়ে থেকে যায়
রোজনামচায় ব্যথা, বেদনায়,চোখের জলে,তোমাকে দেখার আশায়!
পথ চেয়ে বসে থাকি,এই বুঝি এলে!
যদিও জানি তুমি আসবে না!ঐ যে বলেনা আশায় মরে চাষা!
আমার নিস্তার নেই স্বপ্ননীল!শুধু মাত্র মৃত্যুতেই আমার শান্তি!
ভাল থেকো।
মাধবী
কলকাতা 1.4.21