ভালবাসা--7
লীনা দাস(23/01/18)

তোমার জন্য মনটা কেমন পাগল পাগল,
মনের অসুখ?কি যেন একটা নাম বলেছিলে!
অসুখ না! ভালবাসা----
বড় গভীরতর বোধ!
খেতে,বসতে,কাজ করতে ভাল
লাগেনা।
দীর্ঘনিশ্বাস পড়ে মাঝে মাঝে শুধু!

লোহা চুম্বকের দিকে আকর্ষিত হয়,
পূর্ব সমুদ্রে নিম্নচাপের সৃষ্টিতে,
স্বভাবসিদ্ধ ঝোড়ো হাওয়া বয়
যেমন---
আমিও তোমায় ভালবাসি তেমন
স্বাভাবিক,
তেমন অনিবার্য কারনে,হবারই যে ছিল!

তোমায় দেখলে হৃদপিন্ড স্তব্ধ হয়ে যায়,
সেখানে বাজে ধুন,রবিশঙ্করের সেতারের ধুন।
হৃদয়ের প্রকোষ্ঠে শুধু তুমি,সব
কুঠুরীতে তুমি।
তোমায় না ভালবেসে যে থাকতে পারিনা!

আমার সমস্ত মন এক উদ্দাম কামনায় ভরিয়ে দাও,
মনের রন্ধ্রে রন্ধ্রে মাতঙ্গিনী'র ম্যারাকাস বাজাও!
দেখতে না পেলে,কথা না শুনলে
ভাল লাগেনা!

তোমার ভাবনা আস্ঠেপৃষ্ঠে জড়িয়ে,
অন্য কোনো ভাবনায় মনো-
সংযোগ নেই এক মুহূর্তের জন্যেও!
তুমি,আমার সমস্ত মনটা একটা
গন্ধরাজ ফুল করে দেবে!