ভাবনা--4
লীনা দাস

নীরব চোখে মুখে বিষাদ বেদনা মেখে,
দুপুরের ক্লান্ত কাকের মতো ভেবে
কা..কা করে ফেলি দীর্ঘশ্বাস।

কৃষ্ণসার হরিণীর মতো সুন্দরী,
মৌটুসীর মতো সোহাগিনী,
কাকাতুয়ার মতো নরম,
তুই আমার নয়ন মনি,মাধবী!

ঠান্ডাপানীয়ের ছিপি খুললে
ঝাঁঝ-গন্ধ-আবেগ হারায়,
ফেনিল হয়ে ধী-রে ধী-রে লীন।
আমি নিজের মধ্যে তোকে তাই
আতরের গন্ধের মতো জড়িয়ে রাখি।

ভালবাসায় বড় ঝুঁকি,ভীষণ বেদনা,ভীষণ কষ্ট--
ভালবাসার পাথারে প্রবল ঝড় উঠেছে------
মনে মনে অন্তত,আমার পাশ ঘেঁষে দাঁড়া মাধবী!
আমায় বাঁচতে সাহায্য কর তুই!!