ভাবনা---2
লীনা দাস(সুদর্শনা)

বান্ধবীদের সাথে তুই বর্ষার জল
পাওয়া মৌরলা মাছ।
আমার কাছে কেন এতো ধীরা?

তোর এক চিলতে হাসি,
এক ঝিলিক চোখ চাওয়া
আমার সমস্ত সকাল সমস্ত দিন
খুশী ভরপুর।

তোকে;ভালবাসা কোনো পাপ নয় বোঝাতে চাই।
বিধবা বলে কি তোর ভালবাসতে নেই?

তোকে বোঝাতে চাই----ভালবাসা।
ভালবেসে তোকে চুমু খেতে চাই,
অনিমেষ,আশ্লেষে তোর মধ্যে
আপ্লুত হতে চাই।

ঘুম ভেঙে,ঘুমাতে যাওযার সময়
কাজের ফাঁকে ফাঁকে বলতে চাই
ভালবাসি।

তোকে নিয়ে ঘর বাঁধতে চাই মাধবী।
হাওয়ায় হাওয়ায়,জলের স্রোতে,
আলোর উচ্ছ্বাসে,মেঘের সাথে
ভেসে ভেসে যেতে চাই দু'জনে
হাত ধরাধরি করে!

তুই আর আমি ঋতুতে ঋতুতে
বদলাতে চাই------
দামালপনা শেষ হলে--দুষ্টু মিষ্টি
আর একটা ছোট মাধবী
তোর কোলে দেখতে চাই!