তবে কি মৃত্যু আসন্ন

লীনা দাস(সুদর্শনা)

শরতের রাতের আকাশে পূর্ণিমার
চাঁদ।
চাঁদের হাসি ছড়িয়ে সারা আস-
মান।

ভোরের বাতাসে আজকাল মৃত্যুর
গন্ধ পাই!
মানুষের মনের গভীরে যে অন্য-
তম মন,অবচেতন;
ঘাই মারছে শীতল ছায়াচ্ছন্ন কালো দিঘীর--
শ্যাওলাপড়া বুড়ো কাতলা মাছের
মতন।

গভীর জলতলে ঘাই মেরে চারিয়ে দিয়ে যায় যেমন--
নিজে আড়াল থেকে জলের উপ-
রের নিস্তরঙ্গ স্তরকে।

হাঁসের গায়ের গন্ধ,কচুরীপানার
গায়ের গন্ধের সাথে,
মৃত্যুর গন্ধ শরতের কুয়াশার সাথে
মাখামাখি!
মৃত্যু মিছিল যেন ভারী পর্দার মতন ঝুলে থাকে অবচেতনে!

জাগতিক প্রাপ্তির উপর লোভ-
আলগা হয়ে যাচ্ছে!
যা কিছু ভাল বলে,ভবিষ্যত বলে জেনেছি
সব কিছুই ঝরে যাচ্ছে আমার-
ভিতর থেকে!
নিঃশব্দে ঝরে যাচ্ছে ঘাস উপ-
রানো শিকড়ের
ঝরা মাটির মতন------
তবে কি সত্যিই মৃত্যু আসন্ন!!