ভাবনা-1

টোটাল ডি-জেনারেশন-এর ছবি,চারিদিকে।
হিউম্যান ভ্যালু=0
কোম্পানীর-বড় অঙ্কের স্যালারি।
পার্কস।ইনসেন্টিভ।লেটনাইট পার্টি।
নাইট ক্লাব।বেহেড মাতাল।প্রহেলিকা।
বেশি অর্থ আরও অমানুষ।

স্টার্ভড নেকড়ের পাল,সারা শহর জুড়ে।
বেপরোয়া।অরক্ষিত নারী,সুযোগ পেলেই
ছুঁকছুঁক।

নিস্তার নেই স্যোসাল মিডিয়া ফেসবুকেও।
অসাবধান তো,কৃষ্ণগাথা রাধাগাথা।
গরু যখন ষাঁড়,দেগে ছাড়া হয়,
সময় এসেছে রাস্কেলগুলোকে দেগে দিয়ে
ওয়ালে ছেড়ে দেওয়া।
জঞ্জালমুক্ত হবে পৃথিবী।
হবেই একদিন-----