স্বপ্ননীল ও অপরাজিতা
লীনা দাস
কোনোদিন স্বজন হারানোর ব্যথা পেয়েছ স্বপ্ননীল?
বুকের মধ্যে মোচড় দেওয়া কষ্ট?
করে আঘাত স্মৃতির দরজায়?
তোমার নরম সুন্দর নীল চোখ,
শূণ্যের মাঝে ফুটে ওঠা নীল ফুলের মতো।
অপরাজিতা তাকে ভালবেসেছিল!
আজ?
অপরাজিতা করুনা করে।
তোমার নীল চোখ এখন আগুনে গোলা,
ঠোঁটের কোণে থাকে ঝুলে
ছোটো সাপের হাসি।
মনে হয় এপিক য়ের ভয়ংকর জগৎ থেকে ওঠা কোনো দানব।
কি ভয়াল চাহনি!
শোক বুঝি মানুষকে নির্লিপ্ত করে দেয়?
আমার একটা খুব নরম তুলতুলে মন ছিল জানো?
ধারাবাহিক আঘাত আর শোকে মুহ্যমান,খানিক নির্লিপ্ত!
পুরোপুরি নির্লিপ্তে নেমে আসবে অসীম শান্তি!