কোনো এক অচিনপুরে, চলে যেতে ইচ্ছে করে,
কল্পনার জাল বুনে,স্বপ্নে দেখি রথারোহী,
মানুষকে আকাশে হর রাতে।
বন্ধু তুমি জিঞ্জাসিলে, হারিয়ে যেতে ইচ্ছে জাগে?
তোমার কথা দোলা লাগায়,আমার পরাণে।
পূর্ণতা অনেক পেল মন!
কেউ তো বলেনি কোনোদিন,
নিজে বুঝিনি কি চাই আমি!
ডাকছে আমায় দিগশূণ্যপুর,ডাকছে ভুবন ডাঙ্গার মাঠ,
ডাকছে কোন্ অচিনপুর।
ডাকছে আমায় দিগন্তজোড়া, দিগচক্রবালের অস্তগামী,সূর্য।
প্রকৃতি ও বলছে যেন,চলে আয় আমার কোলেই।
পাহাড়ী ঝোরার শব্দ,শুনতে কি পাচ্ছ আমার,
হৃদয় নিংড়ানো ভালবাসা?
সব কাজ সাঙ্গ করে,সবাইকে মুক্ত করেই,
যাব চলে তোমাদের কাছে,চিরশান্তির আশায়!