স্নিগ্ধ ভোর
- লীনা দাস
পূবের আকাশ ঘন কালো
অন্ধকার কে আরও অন্ধকারে করেছে আচ্ছন্ন
জমাট করেছে গাছ তার শাখা-প্রশাখা-পাতায়।
অস্ত যাচ্ছে চাঁদ পশ্চিমাকাশে
অসংখ্য নক্ষত্ররাজি আছে ফুটে আকাশের কালো চাদরে।
জানালা দিয়ে ভিতরে ঢুকছে ভোরের হাওয়া
হাওয়ার নিজস্ব গন্ধ শীতল স্পর্শ শীত শীত!
ফুলের গন্ধ পাতার গন্ধ জানালা দিয়ে আনাগোনা।
সমস্ত আবিলতার পুতিগন্ধ নিয়ে
মনে হচ্ছে হাওয়া ফুল পাতার গন্ধ
আদিগন্ত মাঠের অভিমুখে ধাবমান।
হঠাৎ রাতের নীরবতা ভেঙে ডেকে উঠল পাখি একটি,
দ্বিতীয় পাখি ডাকল একে একে তৃতীয় চতুর্থ পঞ্চম
অতঃপর সমস্বরে সবাই লাগল ডাকতে।
অন্ধকার ভেদ করে পূর্বাকাশে নবারুণের উঁকি
অনেকদিন পর সুন্দর একটা সকাল হওয়া দেখলাম।