"শিমুল আমার ভালবাসা"
লীনা দাস (কাব্য চারুলতা)
শিমুল,তুমি এখনও ভালবাস,
ফুলে ফুলে মধু খেয়ে বেড়ান
অলিরা তো কোনোদিন কানে কানে বলেনি আমায়!
দু'চোখের জলের ধারায় বানভাসি কোরোনা
সে আসবে তোমার শিমুল তোমার কাছেই আসবে।
মাঠের রাখাল বালকেরা গরু চড়াতে চড়াতে
যে সুন্দর বাঁশিতে সুর তোলে,
কই!সেই সুরে তো কোনদিন বলেনি
সে আসবে তুমি কেঁদো না গো মেয়ে
তোমার শিমুল তোমার কাছেই আসবে।
শিমুল!তুমি কি সত্যি করেই হারিয়ে যাবে আমার জীবন থেকে?
নাকি তোমারও বুকের মধ্যে আনচান করছে?
যদি করে শিমুল!
আমার পাশে বসে আমার মাথা,
তোমার বুকের পরে নাও,
দু'হাত দিয়ে শক্ত করে ভালবাসায়
জড়িয়ে ধরো ঠিক আগের মতো করে।
তারপর ফিসফিস করে কানের
কাছে বল,ভালবাসি ভালবাসি খুব ভালবাসি!
যাতে আমি শিহরিত হয়!
তারপর ও কি তোমার অভিমান ভাঙবে না?
ভাঙবে গো ভাঙবে;খিলখিলিয়ে
হেসে সব অভিমান সরিয়ে
তোমার মধ্যে লীন হয়ে যাব
শিমুল,পুরোটা মিথ্যে স্বপ্ন হয়ে
যাবে নাতো!