রূপান্তর
লীনা দাস (8/7/18)

বাইরে স্বপন ছেলে,ভিতরটা পুরো মেয়ে।
দি'র চুলের ফিতে,কাঁচপোকার টিপ,পাউডার ওকে বড় টানে।

কেউনা থাকলে দি'র ফ্রক পড়ে,
স্নো পাউডার মেখে,ঠোঁটে লিপস্টিক,কপালে টিপ পরে আয়নায় দ্যাখে।
কেউ দেখলে পাড়া মাথায় হাসাহাসি।

হিসির কম্পিটিশন-এ জোর করে দাঁড় করিয়ে সব বন্ধুরা তাক্ করে
দূ--রে ফেলছিল.ও শুধু পারেনি।

বড় হয়েছে স্বপন,নিজের মোহ-
ময় আর্তি গুলো রাখতে শিখেছে
সংগোপনে।
দি'র অন্তর্বাস পরে দেখার আর্তি---
পরেছে,আয়নাতে দাঁড়িয়ে দেখেছে নিজেকে।

দিন যায় বয়স বাড়ে,অনেক ঝড়-
ঝাপটা পেরিয়ে স্বপন আজ স্বপ্না।

অবসরে গাঁয়ের ছবি উঁকি মারে।
তার শৈশব কৈশোরের ঘুর্নী এঁটেল
মাটি,ভিজে মাটি,নানা রঙের পুতুল,স্কুল।

মনে পরে মায়ের কথা,মনে পরে খেতে না দেওয়ার কথা,তাড়িয়ে দেওয়ার কথা,মনে পরে কারো সাথে মিশতে না দেওয়ার কথা,
হিজড়ে বলার কথা......

কেউ বোঝেনি তার যন্ত্রণার কথা,
নারী সত্ত্বার কথা।

পরিপূর্ণ নারী হয়ে ওঠার গল্পও
জানা হয়নি বাড়ীর।