রাই বিনোদিনী

লীনা দাস(23/6/17)

আমি ক্লান্ত,অবসন্ন!একটা প্রতিধ্বনি,
বারবার তাড়া করছে!
"রাইবিনোদিনী"--
চারিদিক থেকে ছুটে আসা
ঝনঝনিয়ে শব্দের তীর"রাইবিনোদিনী!

ভীষণ মেঘ গর্জনের মতন,
জলপ্রপাতের জল কল্লোলের মতন,
গ্লেসিয়ার ভেঙ্গে পড়ার কানফাটান
তোলপাড়ের মতন,
হাজার হাজার শব্দবান,"রাইবিনোদিনী"--
আমার মগজে ধাক্কা মারে!

শব্দেরা ভেসে আসে,পংক্তি স্রোত লাভাসম।
"হে বনমালী তুমি রাধাকে ভালবাসায় জড়িয়ে,
অন্য নারীর প্রেমে হলে সিক্ত !
আয়ান ঘোষের ধর্মপত্নী তোমাকে চাইনি!
ছলে তুমি কৌশলে তুমি ভালবাসায় কাবু করে  পালালে কানাই!!

পৃথিবীর বুকে আজও তোমারই দাপট;
শুধু রাধারাই কেঁদে ভাসাই বুক!
তুমি আপ্তবাক্য দিয়েছিলে রাধাকে
কলির কৃষ্ণরা রাধাদের একই
আপ্তবাক্য শোনায়,"তুমি আছ অন্তরে দিবানিশি!!"

ধর্মেও সইল,পূজিত হলে তুমি,
আর কলঙ্কিনী হোল রাধা!
তোমার অবহেলিত রাইকিশোরী,
রাইবিনোদিনী।"