প্রকৃতির খামখেয়ালী
লীনা দাস
চৈত্রের শুকনো হাওয়ায় ধূলোর
ঘূর্ণি,
গাছের পাতায় পাতায় ঝিরিঝিরি
শব্দ।
রোদ্দুরে স্নাত কৃষ্ণচূড়া-রাধাচূড়া,
বয়ে যায় আনমনে বেলা---
আকাশে মেঘ,রোদ্দুর নিভে--
কালো মেঘে বাতাস ভারী,
বাতাসে মেঘের ঘ্রাণ।
উঠানের এক কোণে কোলে কাঁখে অনেক বাচ্চা নিয়ে মা কাঁঠাল গাছ,দাঁড়িয়ে।
গাছের মাথায় মেঘ-হাওয়া হুড়োহুড়ি খেলা।
ঝমঝম বৃষ্টি,টিনের চালে,
দ্রুপদী সংগীত নাকি নৃত্য?
অসাড় অনুভূতি,পুরোপুরি।
কর্দম শয্যায় মূহ্যমান।