পাগলীনি
লীনা দাস-
প্রধান সড়ক,সকালবেলা,হৈ চৈ
এক দঙ্গল ছেলে পিছনে,চিত্কার
পাগলী-পাগলী
দেখি,সম্পূর্ণ নগ্ন এক পাগলীনি
উর্দ্ধশ্বাসে ছুটে চলেছে।
কুড়ি বাইশ বছর,ভরন্ত যৌবনা,
উপছে পড়ছে তার যৌবন।
রজ:স্বলা,ফোঁটা ফোঁটা সারা রাস্তা
আমি তখন কলেজ,লজ্জায়
অধোবদন;
আমাকে দেখে আরও উল্লাস
হয়ত মেলাচ্ছিল।
ভ্রুক্ষেপহীন,আপনছন্দে দৌঁড়াচ্ছে
পাগলীনি!
কল্পনায়,ডানহাতে খাঁড়া,গলায়
নরমুন্ডের মালা পরিহিতা--
জ্যান্ত মাকালী দৌঁড়াচ্ছে রক্তের
নেশায়।
কল্পিতা কালীমাতাকে কি কেউ
পারতাম না,লজ্জা নিবারন করতে?
সমাজের লজ্জা,নারীর লজ্জা, সমগ্র মানব জাতির লজ্জা!
আজও আমরা ছুটে চলেছি,
" এই পাগল এই পাগলী"-- বলে
ক্ষ্যাপাতে ক্ষ্যাপাতে!!
কবে আমরা সভ্য হব?
হে মানব-মানবী!!!