কি নেশায় ধরেছে এই মুখোবই ভুবন
ভুবনে পূর্বা আছে,আছে বরিস জন
গুঞ্জরিত রাজা শ্রমিক মৌমাছি আর ভীষন ভাল বন্ধু
চেনা গুটি কয় বাকী সব--
বহু যুগের ওপার হোতে
মেঘে মেঘে ভারী জলভরা আষাঢ়ের মতন
আমার দুয়ারে দাঁড়ায় এসে
অনুরোধ এসো বন্ধু বাড়াও হাত।
পৃথিবীর নানা কোণে বন্ধু
তাদের কথা আমার কথা বলাবলি।
কাউকে স্মাইলি পাঠাতে না পাঠাতেই
হাই হাই করে পড়ে ঢুকে
হোয়াট আর ইউ ডুয়িং লীনা?
রাজনীতিজ্ঞ, সিএ,প্রোফেসর, ডাক্তার
প্রিন্সিপাল, কবি আরও কতশত বন্ধু হয়ে পরিবৃতা
কালাতিপাত মুখোবই জানালায়।
কেউ বলে তোমার কথা শুনতে চাই
কেউ বলে আবার বিজি নাকি?
কেউ কেউ দেখায় রাগ
সময়াভাবে হয়না কথা
মন্তব্যে মন্তব্যে জেরবার
তবুও নেশা যায়না ছাড়া ভুবনডাঙ্গার।
চেনা অচেনার ভীড়েও চলে রাগারাগি
প্রেম নিবেদন চলে ব্লক আনফ্রেন্ড
তবু সময় হয়েছে আমার
এ জগৎ ছেড়ে চলে যাবার।