মনসুর বয়াতি
লীনা দাস(19/11/17)

মোঘল সাম্রাজ্যের সূর্য যখন
অস্তায়মান বাংলাদেশে,
উদয় হলেন মনসুর বয়াতি ঠিক সেই সময়ে,
যখন সূর্য ঢলায়মান।

বাংলার গ্রামে অখ্যাত এক কবি,জীবনের ছোট ছোট ভাললাগা,সুখ-দুঃখ লোক জীবন নিয়ে বাঁধলেন গান।

শারিন্দা নিয়ে গান বেঁধে গান
করে বেড়ান মনসুর বয়াতি।
শিষ্য আবুল বাশার বয়াতি বলেন,গুরুর কথা।
অনিবার্য ভাবেই যায় এসে মানব-মানবীর প্রেম কাহিনী,
মনসুর বয়াতি আর চাঁদ বিবি।

চিরন্তন প্রেম-কাহিনী ধাক্কা খায়,রক্তাক্ত হয় হৃদয়!
মনসুর বয়াতির মানসপটে চাঁদবিবি।
জমিদার মহব্বত জঙ্গের বোন
চাঁদবিবি,প্রেমে দিশেহারা বয়াতি।

গরীব বয়াতিকে ভালবাসার দাম দিতে সহ্য করতে হয় লাঞ্ছনা,বিয়ে হয়ে যায় চাঁদের।
বিত্তশালী ফিরোজা দেওয়ান
স্বামী।

বয়াতি মনে অনুভব করে,এ চাঁদ অন্য আকাশের!!
ঘটনা প্রতিঘটনা ঘটে চলে জীবনে!
জীবন সংকটের কারন হয়ে দাঁড়ায় চাঁদবিবি,
ভালবাসার আগুনে ঝলসে পুড়ে যায় বয়াতি!

বোবা হয়ে যাওয়া,সুর গলায় আনতে না পারা বয়াতি,
অক্ষম বয়াতি, ভালবাসার কাছে হেরে যাওয়া বয়াতি ব্রহ্মপুত্রের  জলে প্রাণ দিলেন
বিসর্জন।
বুক ঝিম এক ভালবাসার হল মৃত্যু !

এখনও কোথাও চাঁদবিবিরা
ও গুমরে কাঁদে বয়াতিদের জন্য।বয়াতিদের আর তেমন করে দেখা যায়না!
বেশীরভাগ শুধু চাঁদবিবিরা!