মনের_খেয়ালে--4

নাবিকের ভালবাসা ভালবাসিনা,
স্থায়িত্ব হীন বা ক্ষনস্থায়ী তার ভালবাসা।
একরাতের বাসর সাজায়
সমুদ্র শয্যায় মৃত্যুর সাথে,
ধীরে জাহাজ ভাসায় নাবিক
দূর কোনো অজানা দেশে।

প্রতিজ্ঞা রেখে যায়, ফিরে আসার
প্রতিক্ষার হয় না অবসান।
দ্বারে দ্বারে কত উৎকণ্ঠিত নারী
সাগরপানে চেয়ে।
ভাবে বুঝি এল ওই সে জন!
নাবিক আর ফেরেনা কখনও
যে সমুদ্র শয্যায় সাজিয়ে ছিল বাসর!

নাবিকের ভালবাসা ভালবাসিনে
স্বপ্ননীলের হৃদয়ের ওমে বেঁচে থাকতে চাই।
শয্যায় নয়,চুম্বনে নয় শুধু হৃদয়ের ওমে।

লীনা