তুমি পাশে থাকলে ভরসা পাই,
চাই শুধু থাকো বাকি জীবন সাথে।
প্রাগৈতিহাসিক ব্যাপার বিয়ে।
পুরুষ নারীর সব তারুণ্য মুছে যায়
অপত্যস্নেহের ঘেরাটোপে এক স্থবির সম্পর্কে বন্দী জীবন।
বিয়ে একটা অভ্যেস,বন্ধন,একঘেয়েমি
প্রাপ্তবয়স্কদের একধরনের অভ্যেসের পুতুল খেলা।
বিয়ে নয়,চাই তুমি আমি মুক্তমনে প্রেমে
দুজনের শরীর মনের শরিক হতে।
আমরা চাইলে আদরে আসবে আমাদের সন্তান।
আমরাই হব তার বাবা মা,
পরিচিত হবে তোমার আমার জাতক
তোমার পদবী নিয়ে।
বিয়ে হবে সেদিন যেদিন মৃত্যু হবে একজনের।
মিলিত জীবন আমাদের, সেদিন হবে ঈশ্বরের।
অনন্তেই মিলিত হবে অনন্ত জীবন।
বড্ড একাকীত্বের শীত করে।
সারা পৃথিবীর পাহাড়,নদী,সাগরের সব শীত এসে আমার শরীরে জমে।
#পরিযায়ী পাখির মতো ঝাঁকে ঝাঁকে শীত উড়ে আসে।
জলে ভেজা ফ্যাকাশে হলুদ চ্যাপ্টা পায়ের পাতা দিয়ে যেন জড়িয়ে ধরে!
স্বপ্ননীল;অনেকটা পথ এগিয়ে এসেছি
তোমার সাথে থাকব বলে!
আসবে তো?
লীনা দাস
মনের খেয়ালে-তিন