প্রিয়তম তোমাকে অলংকৃত অভিবাদন।
ভালবাসার জন্য চুপটি করে ছিলাম অপেক্ষায়,
তুমি এলে,মনে বসন্তকালের দক্ষিণের বাতাস আচমকা প্রবাহিত।

ঝিমধরা দুপুরে ঘরভরা শব্দের,রাজ্যপাটে
গমগমে ঘর।
যেন অথৈ সমুদ্র তটের বুকে আছড়ে পড়া
লহরীর কলকলানি।

আবেগ বাষ্প সেই ঝিম দুপুরে অ্যাড্রনালিন
ক্ষরণ,
বিস্ময়,অনুভবের যে দিল জন্ম,আজন্ম
রবে স্মৃতিতে।

প্রিয় তোমাকে আবার জানাই বারবার জানাই অভিবাদন!
তুমি এলে তাই আবার শুনতে পায়,গাছ থেকে খসে পড়া একটি পাতার সুস্পষ্ট আওয়াজ,
শিশিরের পায়ের শব্দ,শুনতে পায় দুপুরের
একলা ভীরু পাখির ডাক চিকন গলার।

ভোর হওয়া,ভোরের পাখির গান,ফুলের গন্ধ।
দিগন্তে আলোছায়ার কত দারুণ ছবি এঁকে
সূর্য্যি মামার উঁকি।

প্রিয় স্বপ্ননীল আমার বেঁচে থাকার প্রতি
দিনরজনীতে,
চিরনতুন ভালবাসার সৌরভ মেখে
তুমি থেকো আমার কাছাকাছি পাশাপাশি।