মন খারাপের পৃথিবী
লীনা দাস (কাব্য চারুলতা)
সব লেনাদেনা শেষ,উদাসীন দোতারার মতো একলা থাকার জগৎ দেয় হাতছানি।
যে আমায় ভালবেসে হেঁটেছিল কিছুটা পথ আমার সাথে,
সমুদ্রের পাড় ধরে ছুটির ছাতা হাতে সমুদ্র পাড় বরাবর-
বহুদূর চলে গেছে সে,থই থই নদীর কাছে সুখ পাবে বলে!
আমি সব হারিয়ে আদিম আগুনের মতন,
ফেরীঘাটের চাতালের মতন জল ছুঁয়ে আছি বসে!
কোনো কবি কি বান্ধবীকে নদীর মতন ভালবাসে?
কবি যদি ভালবেসে থাকে,
ভালবেসে ডেকেছে বেলাভূমি বলে?
আমার পৃথিবী আলোহীন,শব্দহীন, এ পৃথিবী আমি চিনিনা
সূর্য নেই,নেই খুশি শুধুই আছে মনখারাপ!
ঘিরে আছে আমাকে শুধু বিষন্ন বাতাস আর না পাওয়ার জলছবি!
ছলাৎ ছলাৎ জলের শব্দ পাই না আর শুনতে!
#বিঃদ্রঃ-আন্তর্জাতিক বাচিক শিল্পী Badrul Ahsan Khan
30.3.21 বিডি সময় রাত 8 টা প.ব-সময় 7:30
স্ব-ইচ্ছায় আমার 10 টি কবিতা নিয়ে লাইভ করবেন।বন্ধু রা ইচ্ছা থাকলে দেখবেন।
ধন্যবাদ!