মন কেমন করে
(লীনা দাস)7/3/18.
মন তো কত কিছুর জন্যই কেমন করে!
ছেলেবেলা,আমার গ্রাম,গাছপালা,
পুকুর,মৃত বাবা মৃতা মায়ের জন্য!
ফেলে আসা এত বছর এত মাস এত দিন!
সব কিছুর জন্যই মন কেমন করা!
কতকিছু মুছে নি:শেষ হয়ে গেছে।
তবুও ঐটি আমার গ্রাম,ঐখানেতেই
হৃদয় আমার গেছে চুরি।
জালের মত জড়িয়ে থাকা স্মৃতি
একটা একটা করে ছাড়াতে থাকি
স্মৃতি রোমন্থন নি:সঙ্গ জীবনে
আনন্দের বাতাবরন!
মরানদীর খাত হয়ে থাকা মন,
স্মৃতিচারণে আচম্বিতে প্লাবনের
কল্লোল ছুটে আসে।
রং বদলে যায়,বিবর্ণ মুখ ঠোঁট থরথরিয়ে কাঁপে-----
বিচিত্র অনুভূতি ঢেউ তোলে,
মিলিয়ে যায়! হিসাব নেই!
বৃদ্ধাবাসের জানালা দিয়ে আকাশপানে চেয়ে একদিন প্রতিদিন!!