মাধবী তুমি--6
লীনা দাস ( কাব্য চারুলতা)
(19/4/18)
প্রচণ্ড খ্যাপা ঢেউয়ের দোলায় দুলছে আমার মন।
চোখ ঝাপসা,শ্বাস রুদ্ধ প্রায়
মাধবী কনফেস করে হালকা মন,
ওই নির্জন করিডর দিয়ে চলে যাবে ও. টি.তে।
যদি সত্যিই ফিরে না আসে?
বুকের পাষাণ ভার নামাতে হালকা হতে চাই আমিও।
ঢেউ ঠেলতে ঠেলতে ঠেলতে নিয়ে যাচ্ছে পিছন দিকে--
ধাক্কার পর ধাক্কা,ক্রমাগত পিছিয়ে যাচ্ছি--
সুহেনার চিকন মিষ্টি গলা আর আড়চোখে তাকানো
চকিতে একটা আদিম পলিগ্যামিস্ট কৌতূহল উসকে দিল,
ছিপছিপে টমবয় মার্কা মেয়ের শরীরে কেমন বন্য ঝাঁঝ হতে পারে;
নাভির কেন্দ্রবিন্দুতে অন্যকোন স্বাদ,
তুঙ্গমুহূর্তের দাঁতচাপা শব্দ কতটা
আলাদা শোনায়--
জানার ছলে কাঁধে আমার হাত,
সুহেনা আলোর সুইচ অফ করল।
ঠোঁট নড়ছে,কান বধির,কোথা থেকে
শব্দ আহরণ হচ্ছে?
উচ্চারিত শব্দগুলো দেওয়ালে
ধাক্কা খেয়ে ফিরে যাচ্ছে!
কনফেস আমিও করলাম মাধবী!
হঠাৎ চিত্কার করে বলে উঠল,
আমি যদি না মরি?
মরে যাব ভেবেই তো দু'জনে
কনফেস করলাম!
উত্তর দিতে পারিনা,পাথর সর্বাঙ্গ।