আবার মাধবী--দুই
লীনা দাস(2/3/17)
প্রকৃতির উন্মাদনী বৃষ্টিতে,
শৈল্পিক রোমান্টিকতায় জড়িয়ে,
প্রতি পদক্ষেপে জলের উচ্ছ্বাসে
উচ্চারিত হচ্ছে প্রথম ভালবাসার নাম,'মাধবী!'
জলের অনন্ত পথে চলে যাব দু'জন,হাত ধরাধরি করে---
যাব মেঘের কিনারে,রামধনু ছুঁয়ে,
বিদ্যুৎ নিয়ে করব লোফালুফি.
রূপ চলে গেছে কবি প্রেমিকের সাথে.
স্বপ্ন ভঙ্গ!
মাধবী সাঁওতাল মেয়ে,আদিবাসী;
তীব্র আবেগ সংহত করেছি---
সামন্ততান্ত্রিক রক্ষণশীলতা?
জাত,মান,কুল-গৌরব??
মেরুদন্ডহীন!ঠিক কেঁচোর মতো!বলতে পারিনি ভালবাসি তোকে--
রাতে অন্ধকার করে শোওয়ারপর
তোকে মনে পড়ে,মন খারাপ লাগে মাধবী!!
(রক্ষণশীলতা,জাত-জাতি-মান,
ধর্ম কুলগৌরব থেকে এই একবিংশ শতাব্দীতে দাঁড়িয়েও মুক্ত হবনা???)