স্থানু হয়ে থাকা আমিকে অগ্ৰাহ্য করে
ঘড়ঘড় শব্দে ট্রলি ঢুকে যায় ওটিতে।
ধীরে ধীরে দরজা বন্ধ।
দরজার মাথায় একটা লাল আলো জ্বলে ওঠে।
চোখ দুটো টনটন করে।
ঝাপসা দুচোখের দৃষ্টি।
বিড়বিড় করে না বলা কথা
মাধবীকে আপন মনে বলতে থাকি।
একে অপরের বিশ্বাস ভেঙ্গেছি
যে পুরুষ তোমাকে স্পর্শ করেছে
তাকে হিংসে করে দিনরাত পুড়তে থাকব।
যে মেয়েকে আমি ছুঁয়েছি তা ভেবে তুমি জ্বলবে
ঝগড়া করব আঙ্গুল তুলে একে অপরকে বিঁধব
গালমন্দ করব তারপর দু'জনেই কাঁদব!
তবুও তুমি ফিরে এসো মাধবী!
বাকী জীবনটুকু তুলকালাম ঝগড়া করে
একে অপরকে দোষারোপ করে ঈর্ষাকাতর হয়ে
কান্না দিয়ে ভালবাসা দিয়ে বাকী জীবনটা কাটিয়ে দেবো।