লোকটা আরক্ষা বিভাগে চাকরি করত
লীনা দাস (কাব্য চারুলতা।)
লোকটা আরক্ষা বিভাগে চাকরি
করত!
কারোর সাতে পাঁচে থাকত না।
ঐ যে কিছু মানুষের যা কামড়ায়,
একজন দু'জন করে পিছনে লাগতে শুরু করল,
ক্রমে ক্রমে সেটা বেড়ে গেল,
সহ্যের সীমা পার হতে লাগল।
লোকটা আরক্ষা বিভাগে চাকরি
করত!
বোকা ছিল না কিন্তু সৎ ও সজ্জন
ছিল।
উপরি নেওয়ার সুযোগ থাকলেও
কোনোদিন উপরি নেই নি।
বীরপুঙ্গব সহকর্মীদের যত রাগ
এখান থেকেই শুরু হোল।
তাদের সম্মানে ঘা লেগেছে তাই
দূর থেকে দেখতে পেলেই শুরু
করে দিত;ঐ যে সাধুপুরুষ আসছে,সতীপনা?ঘুচিয়ে দেব,
তার সাথে কাঁচা খিস্তি-খেউর.
লোকটা আরক্ষা বিভাগে চাকরি
করত!
উপরি না নেওয়ার জন্য বউয়ের
মুখ ঝামটানি,মেয়ের বক্রোক্তি,
সহকর্মীদের বাক্যবান,
কেউ তাকে ভাল থাকতে দিল না
ধীরে ধীরে লোকটার কথা বন্ধ
হয়ে গেল,
তারপর পুরো স্থবির।
কি চেয়েছিল লোকটা?সৎ থাক-
তে!অসৎ উপায়ে রোজগার না
করতে,
কিছু মানুষ তাকে ভাল থাকতে
দিল না!
ফলাফল কি হোল?
সিলিং ফ্যান থেকে ঝুলে আত্মহত্যা করল!
লোকটা আরক্ষা বিভাগে চাকরি
করত!