কুয়াশায় দাঁড়িয়ে আছি
লীনা দাস(21.02.20)
ভীষণ একা অগোছালো উদভ্রান্ত আমি
একটা গন্তব্য দেবে আমায়?
নিজেই এক দুর্বোধ্য কবিতা আমি
তাকে একটা অর্থ দাও বনলতা তুমি!
আমার দিন কাটে অসহ্য এক নিপীড়ন সহ্য করে।
বনলতা আমি বেশ ছিলাম
তোমার সাথে দেখা হয়নি যখন!
শক্তি বাবুর কবিতা আগে পড়েছি বিচ্ছিন্ন ভাবে।
তোমার দেওয়া উপহার শক্তির কবিতা বই
পড়ে গেলাম ঝড়ের বেগে।
পড়তে পড়তে মনে হল খুব ব্যক্তিগত,
সূক্ষ্ম, অতল ছোঁয়া কথা যায় না বলা মাতৃভাষা ছাড়া।
আমার অসহায় অবস্থার কথা
গদ্যে বলা যায় না!
কবিতা আমার আসেনা বনলতা।
তাই শক্তির পদ্যেই বলছি--
"পিছনে পিছনে তাকে কুরে খাও সাদা পিঁপড়ে উই
যেমন মসৃণ দাঁত বসায় লোভে না,স্বভাবে
ঠিক তেমনিভাবে তুমি খাও তাকে,কুরে কুরে খাও
নারকোল মালার দুধ ছিবড়ে সুদ্ধ,যেন পাতাটাও
রেহাই পায় না বৃক্ষ সমগ্ৰতা,
জব্দ করো প্রেমে
এভাবেই বাঁচতে হবে দড়ো জড় আত্মসাৎ করে অনাক্রমণে,
প্রেমে কিংবা কোনো তন্ময় চুক্তির বোঝাপড়া থেকে ঠিক বাঁচতে হবে-।"
বাঁচতে হবে কি এভাবেই?
সব বুঝেও তুমি কি বোঝোনা!
তোমার কথায় শুধু তুমি ভাবছ--
আমি যে কুয়াশায় দাঁড়িয়ে আছি
শুকনো গাছের মতো!