কল্পনারা এখন বোবা
লীনা দাস (সুদর্শনা)
পরিণত রাত্রির নিঝুম গাঢ়তা ভালবাসি।
জীবনের উচ্চতম সুখ আমার,
জম্পেশ করে শুয়ে শুয়ে বই পড়া বিছানায়।
নিমাই ভট্টাচার্য আমার চিরকালের প্রিয় লেখক,
তাঁর বইয়ের সাথে গভীর সখ্য আমার,
দীর্ঘ এবং সুখ নিবিড় ঘন্টাগুলো কাটাতুম ছাত্রীবস্থায়।
লিখনের প্রেম মধুর কোমলতা স্বর্গের শিশির
সম পড়ত ঝরে মনের উপর।
বিষাদে-বিষাদে জর্জরিত এ-মন তখন।
হৃদযন্ত্রে শুরু হতো মন্থন,
তড়িৎগতিতে লাব ডাব লাব ডাব মন্থনে
টনটন উঠত করে দিওয়ানা দিল।
বই শেষ হতো,আলো নিভিয়ে শুতাম বটে;
ঘুম আসত না আর!
অন্ধকারে ভেসে বেড়াতো আমার মাধবী,
আধো ঘুমে শুনি,"কখন ভোর হয়েছে জান তুমি"?
স্বপ্নময় অবকাশের সৌগন্ধে সব কিছু অন্য রকম।
চুলের ভিতর আমার মাধবী'র আঙুল অনুভূত স্বপ্নে,
এ-বার কবিতা আমায় পেয়ে বসল,মাধবী চাইল যে!
শুরু কবিতা যাপন,শুধু ও
পড়বে সেই আনন্দে,
ও না পড়লে লেখাটাই যে মাটি,
ও পড়লে মনটা নেচে উঠত বসন্ত-ব্যাকুল পাখির মতো।
অপেক্ষা কিছু বলুক,নাঃ
ধীরে ধীরে পাল্টে গেল আমার মাধবী,পড়ত না,উৎসাহ ও না!
যাকে ভালবাসতাম প্রাণ দিয়ে,ভালবাসতাম--প্রেম নয়।
কবিতা আর আসেনা আমার,বোবা এখন কল্পনারা!
আমার পৃথিবী থেকে হারিয়ে গেল মাধবী!
হয়ত অন্য কোনো ঠিকানায়,অন্য কারো কাছে!