~ জীবন্মৃত~
লীনা দাস
তুমি আমাকে বাঁচতে শিখিয়েছিলে--জীবন যুদ্ধে ক্ষত--বিক্ষত আমাকে।
হঠাৎ দেবদূতের মতো হাজির হয়ে,
মনের ক্লান্তির অংশীদার হয়ে নবজন্ম দিলে।
বেশ কাটছিল দিন, হয়ে উঠলাম
ভরা বর্ষার জল টলটলে জলঙ্গী নদী!
আলোর ঘ্রানে মাতাল,মনের ভিতর
উথাল-পাথাল ঢেউ,অদৃশ্য সূতোয় পেঁচিয়ে
এনেছিলে আরাম-দায়ক শীতলতা।
ক্ষণস্হায়ী! ধীরে ধীরে কুয়াশা জমছিল,
মনে!!
কোনদিন ধূমকেতুর মতো উদয়,
জানতে চাওয়া কেমন আছি।
এবং আমিও তুমি কেমন?
ঘড়ির পেন্ডুলামের মত!!
প্রাণহীন।পাথরের টুকরো সদৃশ।
হৃদয় তো দূরের কথা।
চোখ-কান ও নেই।তুমি অন্ধ তুমি বধির!!
মৌনতা পুনরায়.....