নরক গুলজার 2

ঈশ্বর হে ঈশ্বর!
দেখতে পাচ্ছি হিংসা, খুন,অবসাদ!
বিশ্বাসঘাতকতা, রক্তপাত!
ওরা নানা রূপে ঘুরে বেড়াচ্ছে
ঘুরছে নরকের গ‍্যাঁদগেঁদে পাঁকে ভরা জলে!

মানবী-অন্তর্দৃষ্টির আলোতে দেখো,
পৃথিবীর সৎ ভাল মানুষ আর স্রষ্টাকে
দান করেছি অন্তর্দৃষ্টি!
স্রষ্টা কে ঈশ্বর?

সেই স্রষ্টা যে সৃষ্টি করে।
তুমি মানব জীবন নিয়ে কবিতা লেখো।
কবিতা জননী, গল্প জননী তুমি।
ওসকল সৃষ্টির স্রষ্টা হলে তুমি মানবী,
অন্তর্দৃষ্টি দিয়ে ছেঁকে বার করে নিয়ে আসছ।
সকলে দেখছে তোমার সৃষ্টি।
তুমি স্রষ্টা।

ঈশ্বর তাহলে তুমি?
ঈশ্বর হেসে বললেন জানতে চেও না মানবী।

চলবে--
©লীনা দাস