হাইকু
লীনা দাস(18/11/17)

1> দেখতে ভোলা
বিনয়ী অবতার
নষ্টের গোঁড়া।

2> মুখেই হরি
আসলে হর হর
বক ধার্মিক।

3> মুচকি হাসি
হতে পারে বিকৃত
রুচির লোক।

4> চোখের মনি
এখন তুমি শত্রু
বুঝে গেছ যে।

5> প্রেমের কাঁটা
বলে দিলেই হোত
বাহানা কেন?

6> তুমি বয়স্কা
মেশাতে রস নেই
বাতিল হলে।

7> পেত্নী হলেও
ডবকা আছে বটে
কেল্লা ফতে গো।

8> বিকৃত রুচি
ছবিতে স্বাদ নেই
স্ত্রীর মরণ।

9> ওরে সহেলী
বরাহ নন্দন কেন
বলল বর?

10> সুহাসিনী লো
আছিস কেমন রে
পাচ্ছিস তো?

11/ ওলো সহেলী
ব্লাউজ খুলে ছাঁকা
দেখালি শা..কে?

12> নীলাম্বরীতে
তুই নাকি দারুন
ছিলি দেখতে?

13> হিমশীতল
ঘরেতে ঠাঁই হল
ছেড়েছে তোকে?

14> মুখোশ খোলো
দ্বিপদ জন্তুদের
দাগিয়ে দাও।