~~হেমন্ত-লক্ষ্মী~~
লীনা দাস (কাব্য চারুলতা)

হৈমন্তী তোমার রূপের ছটায় বিমুগ্ধ আমরা,
তুমি কি শরত ঋতুর সই?
শরতের যৌবনকাল যেন তুমি!
চারিদিকে শস্যের বৈচিত্র।
পাকা ধানের সোনালী আভায় হেমন্ত;
তোমার মুখখানি উজ্জ্বল।
তোমার কাশফুল নেই,তোমার শিউলি ফুল নেই--
তবে সোনালী ধানের প্রাচুর্যে তুমি স্বয়ংসম্পূর্ণা।

তুমি বড় মায়াবিনী,ধরে রাখা দায়।
বিকেল বড় বিষণ্ণ,শীতের আভাস জানান দেয়।
জানানই দেয় তবে জড়তা নেই।

নতুন ধানের নবান্ন উত্সব,কৃষকের মুখে হাসি,
নতুন চালের গন্ধ নিতে না নিতেই
তোমার রূপের ছটায় বাজে বিদায়ের সুর।
বঙ্গমাতার শরীরে নেমে আসে,উদাসী বিষণ্ণতা!
বিদায় জানাই আসন্ন শীত ঋতু তোমাকে,
হেমন্ত-লক্ষ্মী।