উপস্থিত কবি গণ;
আজ আমি কাব্য পড়তে আসিনি।
আপনাদের নিকট জানতে চাই
কবি'র সংজ্ঞা কি?কবিতা কি?
গুস্তাফি মাফ করবেন,আমি জানতে  চাই--
গোঁজামিল শব্দের মিশেলে
কি কবিতা হয়?
আমি বলছি কবিগণ,হয় না হয় না
যদি হয় বুঝিয়ে বলুন।
যদি তাই হয়--যদি তাই হয় --
কবিতা কি তবে বেনোজল?
মল,মূত্র,আগাছায় সম্মিলিত
আবদ্ধ জল?
রূপকের রূপে আমি দিশেহারা এদিকে!
বুঝতে পারিনা কিছুই!
সামঞ্জস্য হীন উদ্ভট সব রূপক!
আমি কবি নই শুধু মাত্র জানতে চাই।
জানি আপনারা পাশ কাটিয়ে চলে যাবেন ।
কিংবা জানাবেন শুভকামনা।
উত্তর দেবেন না।
সবাই ভাল থাকবেন
ধন্যবাদ!

(সবার ক্ষেত্রে না লেখা টি।)