দয়িত
লীনা দাস

তুমি কবে আসবে আমার কাছে ?
আমি মরলে?
তাই যদি তুমি চাও;তাই হবে!
আমি মরলেই না হয় তুমি এসো!
বুকের উপর একগোছা রজনীগন্ধা রেখে
দু'ফোঁটা চোখের জল অন্তত ফেলো!

চন্দনচর্চিত মুখ আর সাদা ফুলের স্তুপের
মাঝে তোমার লবঙ্গ শায়িতা!
একটু কাছে যেও,দু'হাতে কপোল দুটি ধরে
একটু ভালবাসার চিহ্ন এঁকে দিও কপালে!

অগুরু জ্বালাতে বারণ কোরো,
তোমায় বলে গেলাম,গন্ধটা নিতে পারিনা,
ভয় লাগে,কেমন মড়া মড়া গন্ধ!

জেনেতো গেলাম জ্বলবে না অগুরু;
বরং তুমি নিজের হাতে জ্বালিয়ে দিও আগর বাতি!
লিপিখানি আজই যদি পৌঁছায় তোমার হাতে
চোখের পাতা কি ভিজবে তোমার?
আমার সমস্ত আবেগ আর বিরহ দিয়ে
মোড়া লেফাপা কি উত্তর পাবে?