=দেবতার সৃষ্টি=
লীনা দাস(24/2/18)
দেবতার সৃষ্টি মানুষের হাতে,
মানুষই দেবতা গড়েছে,
আদিম মানুষ প্রকৃতির
রোষানল থেকে বাঁচতে----
ঝড়-ভূমিকম্প-বন্যা-বজ্রপাত কে
দেবতা জ্ঞানে পূজা করত।
অশিক্ষিত মন জাদুশক্তির শরনা-
পন্ন হয়ে নৈবেদ্য দিয়েছে
পশুবলি,নরবলি দিয়ে,
সৃষ্টি হয়েছে দেবতার।
সভ্যতার পথে অগ্রসর হয়ে মানুষ
গড়েছে সমাজ,রাষ্ট্র।
স্বার্থপর মানুষ সামাজিক শোষ-
ণের জন্য দেব কল্পনাকে কাজে
লাগিয়ে--
প্রচার করেছে মানুষ মরণশীল
দেবতা অমর।
শোন মত্যর্বাসী,দেবতা মানুষের
হাতে তৈরী--
মানুষের হাতেই তাঁর মহিমা কীর্তন নির্ভরশীল।
মানুষের স্বীকৃতি ব্যতীত দেবত্ব
মূল্যহীন।
দূরদর্শনের ধারাবাহিক গল্পের মত ,পরিচালকের হাতে চালিত।
মানুষ মরণশীল,আবার সেই
মানুষই অমর,দুঃখ দহনের মধ্য
দিয়ে,
তার আপন পৌরষ বলে,আপন
শৌর্য-বীর্য,কৃতিত্বে ও কীর্তিতে।