বন্ধু ভাল থেকো
লীনা দাস
স্বপ্ননীল, কেমন আছ?
না,যদি বলি বল ভালবাসা কেমন আছ?
খুব কি রাগ করবে?
তোমার সাথে একটু কথা বলি?
কি করছ?
এক কাপ ব্ল্যাক কফি নিয়ে বসেছ নিশ্চয়?
তোমার তো খুব প্রিয়
ব্ল্যাক কফি।
লাল সাদা কফি মগটা এখনও আছে?
নাকি ওটাও নতুন আনলে!
বল একটু তোমার কলমীলতার খবর?
ওর জন্যই তো এত নাটক তোমার!
ওর বরকে নিয়ে আদিখ্যেতা চরমে।
পাত্র অ্যান্ড পাত্রী 44 আর 19বছর,অনেক প্রশ্নচিহ্ন;
"সব মানুষের পেছনে একটা ইতিহাস আছে"--
কে বলেছিলেন মনে নেই।
তা তোমার অতো আদিখ্যেতার কি আছে?
গল্প তো বেশীটাই মিথ্যেতে ঠাসা।
সমৃদ্ধ হচ্ছ? হা হা হা হা-----
ব্যক্তিগত কথা শুনতে এত্তো আগ্ৰহ?
কেন স্বপ্ননীল?
ব্যক্তিত্ব বজায় রেখে পুরুষ হয়ে ওঠো!
রাতে শোয়ার ঘরে স্বামী-স্ত্রী'র গোপন কথা ও বলে দিতে হয়?হা হা--
নির্লজ্জ মেয়েলী গল্পের শরিক হওয়া
ভাল দেখাই না সত্যিকারের পুরুষদের।
পুরুষ হয়ে ওঠো স্বপ্ননীল!পুরুষ হয়ে ওঠো!
তোমার জীবন ও তো বহু ঘটনাবহূল স্বপ্ননীল।
আমার তো আরও বেদনাদায়ক!
কই!শুনতে চাওনি তো কোনোদিন!
আচ্ছা বনলতা কি চাপা পড়ে গেছে উৎকট
সাজের কলমীলতার কাছে?
হা হা হা---
ভাল থাকো তুমি বরং প্রিয় বান্ধবীকে নিয়ে!