বাবা--2
     লীনা দাস(19/4/17)

ম্যাগনোলিয়া গ্রান্ডিফ্লোরা গাছের
পাতা পিছলানো পশ্চিমের কমলা
রঙের,রোদ আমার মুখে।

বাগানের শেষপ্রান্তে, দিনশেষের
পাখির কূজন;
"আমার দেশ,আমাদের দেশ"--
ভাবলেই মনে হয়,
2nd class citizenship একটা
অসম্মান।

আর ফিরব না।পরক্ষণেই ক্ষয়াটে-
চেহারার মানুষজন,পোকামাকড়ে-
র মতো গিজগিজে,বস্তিতে বস্তিতে,
দেখে মন বিষাদময়।

সবভুলে প্রবল স্বার্থপর আত্মকেন্দ্রিক হয়ে যায়!
ওদেশ প্রতিভার সম্মান দেয়,
ওদেশ আবিষ্কার করতে শেখায়,
জীবন সেখানে দৌঁড়ায়----

কিন্তু মাধবী!ওর জালে যে বন্দী!

বাবার কথা বারংবার জাবরকাটি,
টাকাই কি সব?লোভ লালসায়
সব?
চাওয়া-পাওয়া নেই?

পতঙ্গ যেমন অবিসংবাদীত মৃত্যু
জেনেও
আকর্ষিত হয় আগুনের দিকে
আমিও ছুটে চলেছি মাধবী!
তুমিই পার ভালবাসায় ঠেকাতে!!