অচেনা নদী
লীনা দাস(17/12/17)
অচেনা নদী,একটি মেয়ে,
ছদ্মনাম,
আমার ভাললাগা,ভাল
বাসার নাম তার নদী।
বার বার নদী বলে ডাকতে
মন চাই-----
তুমি বড় সুন্দর নদী,
দেখিনি--তবু মনে হয়!
মনে হয় মনটা বড় দরাজ,
ভদ্রতা মেশান মিষ্টি কথা তোমার,
ঠিক যেন বহতা নদী তুমি,
গভীরতায় অতলস্পর্শী।
মন ছুঁয়েছ আমার,কথা তোমার কলকল না
কুলকুল।
বার বার তুমি এসো আমার কাছে নদী-----
তোমার গতির সাবলী-
লতার কিছুটা সাবলীলতা
আমার চাই।
প্রতিটি কথায় তোমার আছে,সুরের র্মূছনা;
বিবশ করে দেয় অন্তর!
তোমার সাগরের গল্প,
শাখা নদীর গল্প শোনা বাকী রয়ে গেল যে নদী!
শোনাবে তোমার গল্প?
আমার একান্ত প্রিয় নদী
গঙ্গা-পদ্মা হারিয়ে গেছে
আমার জীবন থেকে!
বড় কষ্ট গো!
অচেনা নদী নদী,
নদী তুমি তোমার সুরের
র্মূছনা দিয়ে বার বার
বিবশ করে দিয়ে যেও আমায়!