অপ্রেম
লীনা দাস
বিষণ্ণ বেদনাতুর মন আজ আমার
জন্মান্তরে বিশ্বাসী এখন এ মন।
তাই-প্রাগ্ঐতিহাসিক যুগে ও
ছিলেম, বোধহয়
প্রসব যন্ত্রণার মতো যে ভাবে চেপে ধরেছে!
এক জনমের শুধু হতে পারে না।
যুগ যুগ ধরে বয়ে বেড়াচ্ছি জগদ্দল পাথরের বেদনাভার-----
ষোলকলা পূর্ন কবে হবে?
চলে যেতে চাই পৃথিবী ছেড়ে
আসতে চাইনা আর প্রেমহীন ধরণীতে!!