#অনু_কবিতা_গুচ্ছ (17/11/19)
#লীনা_দাস

১/ আকাশ জুড়ে মেঘের ঘনঘটা,
হৃদয় মাঝেও লম্ফঝম্ফ তার।
মুষলধারে বর্ষণপাত শুরু
গোপন হৃদয় সাক্ষী থাকে তার!

২/ সারা ভুবনই গল্প ভুবন,
হাত বাড়ালেই বন্ধু।
ছড়িয়ে দেয় চুপকথারা,
আরও অনেক গল্পবীজ,
আরও অনেক গল্পমালা।

৩/ চার দেওয়ালের কবি আমি,হতে চাইনা কেউকেটা,
ধান ভানতে শিবের গাজন
বড্ড ন্যাকা ন্যাকা।

৪/ কোনোদিন ধূমকেতুর মতন উদয়,জানতে চাওয়া কেমন আছি!
একই ঢঙে আমি ও,তুমি কেমন?
ঘড়ির পেন্ডুলামের মতন।

৫/ মানুষ চলে যায়,বন্ধু চলে যায়,ভালবাসা চলে যায়!
রেখে যায় শুধু স্মৃতিভরা একটা সোনালী পালক।

৬/ যার জন্য পাগল এমন
তার দেখা নাই!
দু'দিন ধরে খুঁজছে তারে পাগলপারা মন।
ভাবছি এবার দেবো ছুটি বরাবরের তরে,
সুখে থাকুক শান্তিতে থাক এই কামনা করি।
আমার তরে থাকুক শুধু আমার অর্ন্তযামী।

৭/ রাতের সপনেরা চলে গেছে যে যার ঘরে,
আমি ঠাঁয় বসে একাকিনী রাত্রি নামার
তরে।