আমার কঙ্কাল
লীনা দাস

ঘুমের বড়ি খেলে যতটা আচ্ছন্নতা আসে,
গতরাতে তাও হয়নি।
সারারাত বৃষ্টি শব্দ শুনতে 2
কখন যে ভোর-------
ভোরের আলোয় অস্পষ্ট অন্ধকার
গায়েব।
এতদিনের বোঝাপড়ার সম্পর্ক;
এক অধিকার বোধ জন্ম নিয়েছিল
আগে ছিল ভালবাসাটা ঠি--ক
মেঘ আর রোদ্দুর,
এখন মৃত!পুরোটায়!!
সব সুখ,সব সাধ-আহ্লাদ,
কামনা-বাসনা,অতৃপ্তি,দুঃখ-কান্না
স--ব পচে গলে কঙ্কাল-----
আমার কঙ্কাল;তোমরা নাই বা
দেখলে--!!!