কেউ যাবো আগে আর
কেউ যাবো পরে
দুদিনের অতিথি যে
এই খেলা ঘরে।

আমরা মানুষ গুলো
হয়ে যাই পথ ভুলো
ভুলে যাই যাবে নাতো
থাকা জোর করে
পারবেনা রেখে দিতে
কেউ হাত ধরে।