তোমার বুক চিরে আমার আনাগোনা

চির চেনার মাঝে কত যে অচেনা

এপার ওপারে জল সুতোয় জাল বোনা।।

সীমার মাঝে বসে অসীমে হেঁটে চলা

নিত্য কাজের মাঝে নিরবে কথা বলা।

কর্কশ শব্দে বুকে তোমার ওঠে ঢেউ

ঢেউয়ের দোলায় দুলে কবিতা লেখে কেউ।

কত লেখা কত যে গানে

যুগে যুগে কত যে কবির প্রানে,

দিতেছো স্মৃষ্টি সুখ

দেওয়ার গরবে ফুলে ওঠে তব বুক।

ধরাধামে  তাই মা—গঙ্গা তুমি

নত শিরে আমি তোমায় চুমি।।