যে নুড়ি ঝরনার তোড়ে
নদীতে গড়িয়ে পরে,
আর ঠাঁই হয়না তার
পাহাড়, নদীর ঘরে,
আজীবন গড়িয়ে চলে।
ফিরতে চাইলে বলে
নিয়মের স্রোতে গেলে
এটাই ছিল কপালে।
নেমে এসে কে তুলবে
তাতে যে মান যাবে।
নদী দম্ভভরে বলে,
ভালো কপাল বলে
আমার বুকে পরলে।
পাহার পেলে সে তো
প্রস্তর হতে পারতো।
অগত্যা বাঁচার তরে
সেখানেই ক্ষয়ে মরে
কুলকে শক্ত করে।
আপনাকে হারিয়ে সে
নিজেকে পূর্ন করে।।