ঝরা পাতা গো তোমায় দেখে
উতলা আজ আমি যে,
প্রয়োজন শেষে এমনি করে
ধুলায় লুটায় সকলে।
খসে পরেছ তবুও তোমার
বন্ধ হয়নি আওয়াজ,
জীর্ন তুমি,বিবর্ণ তুমি
কে দেখবে তোমায় আজ?
সতেজ প্রানের চাপে চাপে
টুকরো হয়ে গেলে যেই,
ধূলোকণা বলল এসে
এইতো, আমি আছি সাথেই।
ধরণীর পথে পথে
ধূলি হয়ে রয়ে গেলে,
পৌঁছে যাবে সেই ঠিকানায়
আগামীর পায়ে পায়ে।।