আজকে তোমরা বুঝতে পারলে?"নষ্ট আমি"
জান কি, এটা তোমাদের কত বড় বোকামি।
নষ্ট আমায় করে দিয়েছ-------
সেই আট বছর বয়সে।
যখন বুঝতে শিখিনি, আমি কি বা কে!
(তখন) আমি খেলেছি পুতুল আর তোমরা খেলেছ আমায় নিয়ে
শরীর তখনও তৈরীই হয়নি তবুও তোমরা----
লেহ্যেন করেছ ললুপ ওই জিহ্বা দিয়ে।।
রূপসী কন্যা গর্ব করে-- পরিচয় দিয়েছ মেয়ের মত,
গুরুজনেরা আমার, সম্পর্কের নিরাপত্তায়,মিটিয়ে নিয়েছ লালসা যত।
আগলে রাখার কথা যার বাহুর আগলে বুকের মধ্যে,
প্রিয়জনের থাকতে প্রিয় পাঠাল গহন গুহাতে।
একে তো মেয়ে তার উপর নিয়ে এসেছি রূপের ডালা,
জন্মেছি গরীব ঘরে, তায় কি হয় থাকবে নাকো কোন জ্বালা।।
সময়ের সাথে বেড়ে উঠলাম মনে ও শরীরে,
শত মানুষের দৃষ্টি এড়িয়ে রাখা গেল না ঘরে,
বিয়ে দিয়ে বাড়ির লোকে দায় সারল শেষে ,
ফু লের মত জীবন বদলে গেল নিমেষে!
(বোকামেয়ে) ভাবলাম এবার পেলাম তাকে,মেটাবে আশা,দেবে ভালবাসা,
কোন পীশাচ পারবে না ছুঁতে, নিশ্চিন্ত জীবন কাটবে এবার থেকে।
এত আসা বুকে নিয়ে ঘরে গেলাম সেদিন------
দেখি বার বছরের বড় স্বামী পুরুষত্ব হীন।।
তবুও বুঝলাম না হতভাগ্য হাত ছারেনি,মানিয়ে নিলাম।
স্বপ্ন দেখা তখনও থামেনি,স্বপ্ন তো স্বপ্নই হয়,ভাঙল ঘুম কোন একদিন।
বুঝলাম স্থানান্তরীত হয়েছি শুধু
বদলায়নি জীবন।।
ফাগুন রূপে আগুন হয়ে
জ্বলতে থাকল লেলিহান শিখা_______
জ্বলে যায়,পুড়ে যায়
বাঁচাতে থাকি আমাকে একা।।
রঙিন সাজে মন সাজিয়ে
যেথায় গেলাম নব বধূরূপে
দু চোখ ভরা স্বপ্ন নিয়ে
তলিয়ে গেলাম অতল কুপে।
ছটফটিয়ে আজও বাঁচার রাস্তা খুঁজি
প্রতিদিনই হতাশ হই প্রতিদিন ভাবি পেলাম বুঝি।
চুরমার হয়ে ভেঙে গেছে সব
আমাকে পারেনি ভাঙতে,
বেঁচে আছি আজও
শুধু খুঁজে পাইনা নিজেকে।।
একটা কথা বল তো___
পোড়া ছাইয়ে সারাক্ষণ কিসের গন্ধ খোঁজ?
তবে কি মনে মনে আমার অস্তিত্ব বোঝ।।