তোমায় আমি ভুলে গেছি ছেলেবেলা,
বয়স আমায় ভুলিয়েছে তোমার কথা।
আজ আমি সত্যিকারের ঘর বেঁধেছি
ভুলে গেছি সেই___________
পুকুড় পাড়ে বিকেল বেলা
ঘর বাঁধার খেলা।
সেই চন্ডী মণ্ডপ,সকাল বেলার স্কুল থেকে ফিরে
আম পেরে খাওয়া,তারপর নদীতে স্নান
আর বাড়ি ফিরে মায়ের হাতের মার,ভুলে গেছি।
ভুলে গেছি__________
সেই আমাদের ছোট্ট ঘরটার কথাও।
যার জন্য- একটু বড়লোকেরা বাড়িতে এলে
মনে হত তারা অন্য জগতের মানুষ,
লজ্জায় মুখ লুকাতাম যার জন্য।
তোমায় আমি ভুলে গেছি ছেলেবেলা।
ছেলেবেলা ___ প্রথমবার তোমায় ছেড়ে যখন
পা রাখলাম যৌবনে,ভুলে গেছি তার কথাও।
যখন প্রথম মনে এল কোনো পুরুষের কথা,
কোনো পুরুষ আমায় দেখছে দেখলে
প্রথম ভালোলাগা,
আড়চোখে একটু দেখে
লজ্জায় লাল হয়ে যাওয়া
প্রথম পুরুষকে ভালোলাগা
ঘর বাঁধার স্বপ্ন__________
এ সব ভুলে গেছি।
ঘর বেঁধেছি আজ,কিন্তু সেখানে কি
সত্যিই বাঁধন আছে?
নাকি বাঁধা পরে আছি আমি!
বড় ঘর হয়েছে,লজ্জায় মুখ লুকোতে হবেনা আর
তবুও কেন!
সেই ছোট্ট ঘরটার উঠোনে কাউকে
ঘুরতে দেখলে,ঘরটায় কাউকে ঢুকতে দেখলে
মনে হয় ওরা লুটেরা,
লুট করে নিয়ে যাচ্ছে_____
আমার শৈশব,যৌবনের সব স্মৃতি।
কেন আসে দু চোখ ভরে জল!
আজ আমি তোমায় ভুলে গেছি ছেলেবেলা
ভুলে যেতে চাই আরো বেশি করে।
কিন্তু একি!
আমি তো এতক্ষন তোমার সাথেই ছিলাম
তাহলে কি পারিনি তোমায় ভুলতে
রয়ে গেছ আমার
অন্তরের অন্তরতম স্থানে।।