তোমার মুখ চন্দ্রিমায় দেখি
ভরা পূর্ণিমা।
তাহার স্পর্শে মুছে যায়
যত কিছু কালিমা।।
লাফ দিয়ে ভেসে যায়
জ্যোৎস্না সমুদ্রে
হাজার তারার জোয়ার আসে
মনের অম্বরে।।
পান করে প্রাণ ভরে
জ্যোৎস্না পিপাসু মন
তোমার আলোকে আলোকিত
আমার গগন।।
আমি অন্ধকার,তবুও গর্বিত
আমার আঁধারে তুমি
হও আলোকিত
ক্ষণস্থায়ী তুমি চলে যাবে
জ্যোর্তিময় এলেই
এত মনোরম মায়াবি তুমি
চলে যাবে বলেই।।
তৃষ্ণার্ত চাতক মন মোর
থাকবে অপেক্ষায়
যত দূরেই যাও ফিরে ফিরে
আসবে আবার।।