মুক্তি আমাকে রিক্ত করেছে
ভারি হয়ে গেছি নিজের তৈরী তরীতে,
বুঝিনি,তাকে রাখতে হবে কল্পনাতে।
চলে যাব নিরবে,
ভালো থেকো এই ভেবে৷
জীবন নদীতে হাল ধরেছি যখন__
ভয় পাইনি,পাশে বয়ে যাওয়া
সাজানো গোছানো তরীগুলি দেখে৷
লড়াকু হয়েছি নিজের লড়াইয়ের গর্বে,
জেনেছি এ যে শুধু আমার৷
দারিদ্রের লেলিহান শিখায় শতবার
শত-ছিদ্র হয়ে গেছে জীর্ণ সে তরী,
নিজের হাতে সযত্নে সারিয়েছি তাকে৷
নরম মাটিতে ভয়ঙ্কর থাবার দাগ দেখেও
ভয় পাইনি,সাহস দিয়েছি
আমার তরীর যাত্রীদের৷
চড়ায়ে তরী আটকে গেলে থমকে যাইনি,
অপেক্ষা করেছি জোয়ার আসা পর্যন্ত৷
আটকে থাকা যাত্রীদের সাথে ভাগ করেছি
নিজের খাবার৷
আমার তরীর যাত্রী,সেও যে আমার৷
তাকে সাজিয়ে তুলবো বলে__
ঝড়,তুফান তুচ্ছ করে এক করেছি দিন-রা্ত্রি৷
একটু একটু করে বড় হয়েছে সে৷
বলা যায়___ ঝকঝকে তকতকে
পাশের গুলোর সমগোত্রীয়৷
আমার স্পর্শে নতুন হয়েছে শতছিদ্র তরীটি
আর শতছিদ্র হয়ে গেছি আমি৷
নতুন তরীতে উঠেছে প্রতিষ্ঠীত যাত্রীরা৷
মুর্খ আমি সেখানে বড় বেমানান৷
একটা ভঙ্গুর লাঠি-দিয়ে হাত ধরে
সযত্নে নামিয়ে দিল__
জীর্ণ প্রয়োজনহীন জঞ্জালটাকে৷
আমার তরী____
নিপুন হাতে ভাসিয়ে দিল আমাকে৷
ভেসে চলেছি একূল থেকে ওকূলে
হয়তো আটকে যাবে কোনো জঞ্জালে
হয়তো বা নেবে কেউ ঘরে তুলে৷৷
_____