ধর্মের নামে শুধু উৎসব করো
ভারতীয় ধর্ম কে একবার পড়ো।
মানে ,গুনে বড়ো হয়ে কুড়িয়ে চলেছো সম্মান
কন্যাসন্তান কে করছো অবহেলা, অপমান।
মনে রেখো কৌরবের শতপুত্র ছিল
এক নারীর অপমানে ধ্বংস হয়ে গেলো।
ছল্ করে জেতা যায় দাবার চালেতে
ধর্ম ঠিক হারিয়ে দেবে জীবন জুয়াতে।
অপমানের জ্বালা নারী সহ্য করে বাঁচে
সে দহনের হিসেব থাকে ঈশ্বরের কাছে।
যে নারী অবহেলা,অপমান সয়তে পারে
তিনি থাকন সাথে,বাঁচে মাথা উঁচু করে।
আজও ঘরে ঘরে কন্যাসন্তান অপ্রত্যাশিত
আবার,পুত্রের পুত্র লাগি কন্যা মাগিছো।
ধন্য শিক্ষা,ধন্য জাগরন!!
নারীকে অপমান যে ধ্বংসের কারন
ধর্মকে ফিরে দেখো হে গুনীজন।।