যেতে নাহি দিব বাঁধিয়া রাখিব
হৃদয় মাঝে।
তারারা তোমায় দেখিতে আসিবে
নিত্য সাঁঝে।
যেতে যদি হয় আমিই যাইব
তোমার ও প্রান ভিক্ষা চাইব।
বিনিময়ে যদি কিছু দাবি ধরে
যাহা আছে দেব উজাড় করে।
জানি,ফিরে এলে তুলিবেনা ঘরে,
বলিবে কুলটা-------
ঠাঁই নেই তোর এ সংসারে।
কাঁদিব না,বলিবনা করজোরে
দয়াকরো মোরে।
হাসি মুখে চলিব
মনে মনে বলিব
হায় রে!জানিল না ঐ প্রান,
রয়েছে যেথায় সে যে
আমারই অর্জিত দান।।